
বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া দ্বি-মূখি উচ্চ বিদ্যালয়ে গভর্নিং বডির সভাপতি ইকবাল হোসেন মনোনীত হওয়ার পর বিদ্যালয়কে ব্যক্তিগত তহবিল থেকে কম্পিউটার এবং পুরো বিদ্যালয়কে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসলেন। এ ঘটনায় এলাকাবাসী বিদ্যালয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় রায়মাঝিড়া দ্বি-মূখি উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার সংযোজন ও পুরো বিদ্যালয়কে সিসিটিভির আওতায় নিয়ে আসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, কম্পিউটার শিক্ষিকা রোমানা আক্তার, সহকারী প্রধান শিক্ষক পার্থ সারথী দাস, ধর্মীয় শিক্ষক আবু ইমরান, শিক্ষক নজরুল ইসলাম বেলাল, ইনছান আলী, আব্দুল মান্নান, রফিকুল ইসলাম মিঠু, রেজাউল করিম, আঃ গফুর,মায়া রাণী সূত্রধর, ইফতেআরা প্রমুখ।