সর্বশেষ সংবাদ ::

কাহালুর পাইকড় ইউনযি়ন বএিনপ’ির সাধারণ সম্পাদক মনিুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গরে অভযিোগে অব্যাহতি প্রদান

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুর পাইকড় ইউনযি়ন বএিনপ’ির সাধারণ সম্পাদক মনোয়ার হোসনে মনিুকে দলীয় পদ থকেে অব্যাহতি প্রদান করা হয়ছে।ে
২৬/০৫/২০২৫ ইং তারখি সোমবার রাত,ে কাহালু উপজলো বএিনপ’ির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসনে আজাদ এর স্বাক্ষরতি দলীয় সদ্ধিান্তক্রমে , দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠন বরিোধী কাজে লপ্তি থাকার অভযিোগে পাইকড় ইউনযি়ন বএিনপরি সাধারণ সম্পাদক মনোয়ার হোসনে মনিুকে দলীয় পদ থকেে সাময়কি ভাবে অব্যাহতি দওেয়া হয়। পরর্বতী নর্দিশে না দওেয়া র্পযন্ত অব্যাহতি বহাল থাকবে বলে র্বাতায় উল্লখে করা হয়।
কাহালু উপজলো বএিনপ’ির দপ্তর সম্পাদক শাহজালাল পাইকড় ইউনযি়ন বএিনপরি সাধারণ সম্পাদক মনোয়ার হোসনে মনিুকে অব্যাহতি প্রদানরে বষিয়টি নশ্চিতি করছেনে।কাহালুর পাইকড় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক
মিনুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি প্রদান
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিনুকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
২৬/০৫/২০২৫ ইং তারিখ সোমবার রাতে, কাহালু উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ এর স্বাক্ষরিত দলীয় সিদ্ধান্তক্রমে , দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠন বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে পাইকড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিনুকে দলীয় পদ থেকে সাময়িক ভাবে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহতি বহাল থাকবে বলে বার্তায় উল্লেখ করা হয়।
কাহালু উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক শাহজালাল পাইকড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিনুকে অব্যাহতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Check Also

বগুড়ার যুবলীগ নেতা মতিন সরকার ৬ দিনের রিমান্ডে

বগুড়া সংবাদ :রোববার (২২ জুন) দুপুর তিনটার দিকে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *