
বগুড়া সংবাদ : বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নেরর নির্বাচনে শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোনীত সহ সভাপতি ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক আজাদুল হক উজ্জল ও ধর্মীয় সম্পাদক পদে শামসুল আলম কামরুল বিজয়ী হওয়ায় শুক্রবার রাতে ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক আব্দুল মতিন, শহর সভাপতি আজগর আলী, সেক্রেটারী মাস্টার আনোয়ারুল ইসলাম, আইন উপদেস্টা এ্যাডভোকেট শাহীন মিয়া, উপদেস্টা অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, জহুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ী ৩ জনের জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।