সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

বগুড়া সংবাদ : ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। গত ২৫মে রোববার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে এ ভূমি মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী। এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার অসীম কুমার সরকার, অফিস সহকারী মতিউর রহমান, আব্দুর রহমান, নাজির কাম ক্যাশিয়ার সালেহা খাতুন সহ উপজেলার ৬টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ এবং উপজেলার বিভিন্ন এলাকার ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন। এ ভূমি মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি আবেদনের প্রক্রিয়াকরণ, ডিসিআর ও খতিয়ান প্রদান সহ ভূমি সেবা সংক্রান্ত যে কোনো পরামর্শ প্রদান করা হবে। আগামী ২৭মে বিকালে এ ভূমি মেলা উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক সভা এবং ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ ভূমি মেলার সমাপ্তি হবে।
#

Check Also

বগুড়ার যুবলীগ নেতা মতিন সরকার ৬ দিনের রিমান্ডে

বগুড়া সংবাদ :রোববার (২২ জুন) দুপুর তিনটার দিকে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *