
বগুড়া সংবাদ : সোনাতলায় ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর বিদ্যাময়ী শিশু নিকেতনে পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক পাঁচদিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণটি শুরু হয়েছে গত রোববার ও শেষ হবে আগামী বৃহস্পতিবার বিকেলে। প্রশিক্ষণ প্রদান করছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল,সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও সুবির কুমার পাল। প্রশিক্ষণ গ্রহণ করছেন বিভিন্ন এলাকার ২০ জন যুবক-যুবতী।