পত্নীতলায় বোরো ধানের জমিতে শত্রুতামূলক বিষ প্রয়োগ, থানায় অভিযোগ দায়ের

বগুড়া সংবাদ : নওগাঁর পত্নীতলায় বোরো ধানের জমিতে শত্রুতামূলক ভাবে ঘাস মারা বিষ প্রয়োগ করে জমির ইরি-বোরো ধানের ক্ষেত পুড়ে ব্যাপক ক্ষতি। ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঝলকাহার গ্রামের আব্দুল গাফ্ফার আলীর স্ত্রী জমিলা বিবি তার বাবার খতিয়ান ভুক্ত পৈত্রিক সম্পত্তি এবং তার খোসকবলা দলিলে সম্পত্তি এবং বিবাদী তার ভাই রমজান আলীর কাছে থেকে তার অংশ কিনলে, সে কবলানুযায়ী ভাগ দখল বুঝেদেন। সেই মোতাবেক জমিলা বিবি গত ২৭ বছর ধরে ভোগ দখল এবং চাষআবাদ করে আসছিল। হঠাৎই গত ১৩ মে বোরো ধান লাগানো ঐ জমিতে জমিলার ভাই অভিযুক্ত  রমজান আলী, তার স্ত্রী সালমা ও ছেলে নূর নবি ঘাষমারা বিষ প্রয়োগ করে। এর ফলে জমির ধান মরে যেতে থাকে। এঘটনায় জমিলা বাদী হয়ে পত্নীতলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে জমিলা জানান, উক্ত ঘটনায় রমজান তার স্ত্রী সালমা ও তাদের ছেলে নুর নবির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি এবং উপজেলা নির্বাহী অফিসার ও পত্নীতলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগের প্রেক্ষিতে কৃষি দপ্তর থেকে তদন্ত করেছে।
এ বিষয়ে কৃষি অধিদপ্তরের অত্র এলাকায় দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল খালেক তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষ প্রয়োগের ফলে ঐ জমির প্রায় ৭০/৮০ ভাগ ফসলের ক্ষ‌তি সাধন হয়েছে।

Check Also

İnternet kumarhaneler bonuslar ile: olasılıklar gelecekte sanal kumar

İnternet kumarhaneler bonuslar ile: olasılıklar gelecekte sanal kumar Sanayi kumar yoğun bir şekilde gelişmekte. 7 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *