সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে পুলিশ অভিযান চালিয়ে ৩২পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার দত্তবাড়ীয়া গ্রামে শাহিনুর রহমানের বসত বাড়ীতে অভিযান চালিয়ে ৩২ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার নসরতপুর ইউপির শাঁওইল বেগুনবাড়ী এলাকার বজলুর রহমান বুলুর ছেলে ছামিউর রহমান শামীম (২৮), একই এলাকার মৃত হাফিজার রহমানের ছেলে সাগর আকন্দ (২৭) ও দত্তবাড়ীয়া গ্রামের মৃত আবুল সরদরের ছেলে শাহিনুর রহমান (৩৩)। সোমবার দুপুরে মাদক আইনে মামলা দিয়ে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

Check Also

ধুনটে আদম ব্যবসায়ীর প্রতারণায় নিঃস্ব পরিবার, ক্ষতিপূরণ আদায়ে অনশন

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনট উপজেলার পাকুড়ীহাটা গ্রামের আদম ব্যবসায়ী সোহান মিয়ার (২৮) প্রতারণার ফাঁদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *