বগুড়ায় শিক্ষক নুরুল আলমের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: রবিবার বগুড়া শহরের আইন কলেজ মাঠে জলেশ্বরীতলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (১২০৪৮) (আনিস-রবিউল) বগুড়া জেলা শাখার সভাপতি নূরুল আলমের অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আজমল হুদা মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রাাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজোয়ান হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাাথমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ আশরাফুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রয়েল। আরও বক্তব্য রাখেন ডিসি অফিস বগুড়ার উপ প্রসাশনিক কর্মকর্তা মোঃ মোত্তালেবুল আলম, সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক খলিফা ওমর ও সাহিত্য সম্পাদক শাহানুর শাহিন, জাতীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গোলাম মোস্তফা স্বপন, প্রধান শিক্ষক তারিকুল আলম, শাহিন আলম, শাহিনুর আলম রুবেল, উজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক করিম খান, ফারুকুজ্জামান পলাশ, মনিরুজ্জামান মনির, মাহমুদুর রহমান সুজন, দেবাশীষ কুন্ড প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা শাখার যুগ্ম সম্পাদক আহসান কবীর জিতু। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Check Also

ধুনটে যমুনা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযান

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *