বগুড়া সংবাদ : শুক্রবার সকালে বগুড়া শহরের সেউজগাড়িস্থ তালিমুল কুরআন ফাউন্ডেশন শহর অফিসে তালীমুল কুরআন ফাউন্ডেশন ৪০ দিনব্যাপী মোয়াল্লিম প্রশিক্ষণের সনদ বিতরন ও মুয়াল্লিমদের মান উন্নয়ন ক্লাস অনুষ্ঠান মাওলানা মাছুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাছায়কৃত মুয়াল্লিমদের নিয়ে মানোন্নয়ন ক্লাস পরিচালনা করেন কেন্দ্রীয় প্যানেল ওস্তায ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন। সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালিমুল কুরআন ফাউন্ডেশনের বগুড়া শহর সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রউফ, মোঃ নিজাম উদ্দিন, মোঃ নুরে আজম, হাফেজ আব্দুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তরা বলেন দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার আহবান জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
