সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় পাকুল্লা ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মোঃ তাইবুর রহমানকে সভাপতি, আব্দুল লতিফ মন্ডলকে সিনিয়র সহ-সভাপতি,রুস্তম আলী ও শাহসুলতানকে সহ-সভাপতি,মোঃ আব্দুল হাই-কে সাধারণ সম্পাদক,মোঃ শক্তিকে সহ-সাধারণ সম্পাদক,মোঃ শাহিন মিয়াকে সাংগঠনিক সম্পাদক,তাজমিদুরকে প্রচার সম্পাদক,মাহবুব হাসানকে দপ্তর সম্পাদক,আবু হানিফকে কোষাধ্যক্ষ ও প্রভাষক গোলাম রব্বানীকে কার্য নির্বাহী সদস্য করে মোট ৪১ সদস্য বিশিষ্ট পাকুল্লা ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি গত ০৫/০৫/২০২৫ তারিখে ঘোষণা করা হয়। উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ মানজুদুর রহমান লানজু ও যুগ্ম আহবায়ক শফিউল্লাহ শফি’র ০১/০১/২০২৫ইং তারিখের স্বাক্ষরিত কমিটি অনুমোদন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ডা.এম,এ হান্নান’র একই তারিখে সুপারিশকৃত স্বাক্ষরে পাকুল্লা ইউনিয়ন কৃষকদলের এই কমিটি গঠন করা হয়।

 

Check Also

খালদা জিয়ার সু¯তা কামনায় দুপচাঁচিয়ায় উপজলা সিএনজি মালিক সমিতির দায়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বিএনপির চয়ারপার্সন ও সাবক প্রধানম¿ী দশনত্রী বগম খালদা জিয়ার দ্রæত রাগমুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *