বগুড়া সংবাদ : বগুড়ায় নবম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে রায়হান আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে শাজাহানপুর থানার বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তার রায়হান আলী শাজাহানপুর উপজেলার নাড়িয়া এলাকার চান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার বগুড়া র্যাব-১২ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান হয়।
এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর শাজাহানপুরের নারচী এলাকা থেকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে সিএনজি চালিত অটোরিকশায় অপহরণ করে নিয়ে যায় রায়হান আলী। পরে ওই স্কুলছাত্রীর বাবা শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনার পর অপহরণকারীকে ধরতে র্যাবের চৌকস টিম অভিযানে নামে। একপর্যায়ে জেলার শাজাহানপুরের বনানী এলাকা থেকে বুধবার দিবাগত রাত ( ৮ ফেব্রুয়ারি) সোয়া ১২ টার দিকে অপহরণকারী রায়হান আলীকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে র্যাব।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আসামি রায়হান আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।