বগুড়া সংবাদ : বগুড়ায় জেলা ও উপজেলা পর্যায়ের মানবাধিকার রক্ষা কমিটির কর্মীদের দক্ষতা উন্নয়নে দুই দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে।
গতকাল রোববার (২০ এপ্রিল) বগুড়া জেলা পরিষদ সভা কক্ষে প্রশিক্ষণের শেষ দিনে নাগরিকদের মানবাধিকার রক্ষায় করনীয়, নাগরিক অধিকার, সুশাসন, নারী ও পুরুষের বৈষম্য দূর করণে করনীয় বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রান্তিকজনগোষ্ঠির মানবাধিকার বিষয়ে সচেতন করে গড়ে তোলর বিষয়েও তুলে ধরা হয়। করে সমতাসহ সামাজিক অবক্ষয় দূর করে আলোকিত সমাজ গঠনে ও মানবাধিকার রক্ষায় করনীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন পল্লীশ্রীর প্রকল্প এর এরিয়া কো অর্ডিনেটর তাইবাতুন নেহার, ফিল্ড ফ্যাসিলিটেটর দেলোয়ার হোসেন, প্রকল্প সমন্বয়কারি মাহমুদ মানিক, কবি ও সাংবাদিক এইচ আলিম। প্রশিক্ষণে সহায়কগণ বৈচিত্র, বহুত্ব, অধিকার, মানবাধিকার, জেন্ডার, সম্পর্কে দলীয় কাজ ও আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীদের তথ্য সমৃদ্ধ করেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র বাস্তবায়নে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় হোপ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালায় বগুড়া, সোনাতলা, শিবগঞ্জ উপজেলার ২৭ জন মানবাধিকার কর্মীগণ অংশগ্রহণ করেন।
এর আগে শনিবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন বগুড়া জেলা নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) সভানেত্রী রওশন রোজী। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সোহাগ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
