বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগরে চারজন মাদক সেবিকে ৬মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার রাতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তাদেরকে সাজাপ্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কারাদন্ড প্রাপ্ত চার জন হলেন,উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামের শাহাদত আলীর ছেলে হেলাল উদ্দীন (৫০),আবুল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৪০),আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও ইয়াকুব আলীর ছেলে হোসেন আলী (৩২)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,উপজেলার কাাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে হেলাল উদ্দীনের বাড়ীতে মাদকের আড্ডা বসেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টা নাগাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানসহ অভিযান পরিচালনা করা হয়। এসময় কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামের হেলাল উদ্দীন, আসাদুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও হোসেন আলীকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। এর পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে চারজনকে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এছাড়া প্রত্যেককে আরো ১০০শত টাকা করে অর্থদন্ডে দন্ডিত করা হয়।
রাতেই দন্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক,সন্ত্রাস নিয়ন্ত্রনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
