সর্বশেষ সংবাদ ::

৬ দফা দাবিতে বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

বগুড়া সংবাদ : ৬ দফা দাবি আদায়ে লক্ষ্যে বগুড়ায় মহাসমাবেশ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। রবিবার বেলা সাড়ে ১১টায় কলোনী এলাকায় বগুড়া পলিটেকনিকের সামনে এক ঘণ্টা বগুড়া পলিটেকনিকের সামনে শহরের কলোনি এলাকার বনানী – সাতমাথা  সড়কে তারা এ কর্মসূচি পালন করে । এতে সরকারি পলিটেকনিকের পাশাপাশি আরও চারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সড়কের উপরে মহাসমাবেশ করায় রাস্তার এক পাশে যান চলাচলে স্বাভাবিকভাবে চলতে ব্যাঘাত ঘটে। এতে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।এদিকে, কর্মসূচিতে অংশ নেওয়া  শিক্ষার্থীরা বলেন, কারিগরি শিক্ষা খাতে যেসব বৈষম্য রয়েছে, আমরা চাই সরকার সেগুলো দূর করুক। আমাদের দাবি দ্রুত মেনে নিন, তা হলে আমরা রাজপথ ছেড়ে দেব। এর আগে শনিবার পূর্বঘোষিত ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে মূল ফটকে লাল কাপড় টাঙিয়ে রোববার মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Check Also

কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমে উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনলাইন প্রতিযোগিতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *