সর্বশেষ সংবাদ ::

সান্তাহার সাইলো হতে ট্রাক চলাচলে সূচীর বিপরীতে গম ও চাল ট্রাক বোঝাই না হওয়ার অভিযোগ

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সাইলো হতে ট্রাক চলাচল সূচীর বিপরীতে পর্যাপ্ত পরিমাণ গম, চালের ট্রাক বোঝাই না হওয়ায় প্রতিকার চেয়ে গত রোববার  রাজশাহী বিভাগে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কাছে একটি লিখিত অভিযোগ করেন রাজশহী বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ ঠিকাদার সমিতির পক্ষে সাধারণ সম্পাদক শাহ আলম।

অভিযোগ সুত্রে জানা গেছে, সান্তাহার সাইলো হতে বিভিন্ন জেলা ও বিভিন্ন খাদ্য গুদামে ইপি/ওপি, ওএমএস, কাবিখা, চা-বাগান, আশ্রয়নখাতে চাহিদাগুলি অত্যন্ত জরুরী হওয়া সত্ত্বেও সাইলো কর্তৃপক্ষের অবহেলার কারণে পর্যাপ্ত পরিমাণ গমের ট্রাক লোড দেওয়া হচ্ছে না। পরিবহন ঠিকাদারগন সূচীর চাহিদা অনুযায়ী প্রতিদিন ৩০ থেকে ৩৫ টি ট্রাক গম বোঝায়ের জন্য সাইলো গেটে সারিবদ্ধ ভাবে ট্রাকগুলি ভাড়া করে রাখেন কিন্তু সাইলো কর্তৃপক্ষ মন্থর গতিতে ট্রাক লোড দেওয়ার কারণে প্রতি দিন সর্বোচ্চ ১৫টি ট্রাক এবং সর্বনিম্ন ১২টি ট্রাকের বেশি গম লোড দিচ্ছে না ফলে আগত ট্রাক গুলি মধ্যে হতে প্রতিদিন ১৫-১৬ টি ট্রাক অবশিষ্ট থেকে যায়। সেই ট্রাকগুলিকে প্রতিদিন ট্রাক প্রতি সর্বনিম্ন ২০০০ টাকা পর্যন্ত ডেমারেজ ঠিকাদারকে প্রদান করতে হয়। খাদ্য অধিদপ্তরের অধীনে মোট চারটি সাইলো রয়েছে। সান্তাহার সাইলো ব্যতিত অন্য তিনটি সাইলোতে এই ধরণের চিত্র পরিলক্ষিত হয় না। এই তিনটি সাইলোতে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ট্রাক লোড দেওয়া হয়। প্রতিটি সাইলো একই ধরনের আধুনিক প্রযুক্তি দ্বারা নির্মিত। সান্তাহার সাইলো অনুরুপ প্রযুক্তি দিয়েই নির্মিত এবং জনবলের সংখ্যা পর্যাপ্ত পরিমাণ রয়েছে। গাড়ী লোডের এই করুণ চিত্র মোটেও গ্রহনযোগ্য নহে। গাড়ি লোডের এই চিত্র, কেন, কি কারণে এত কম সংখ্যক গাড়ি লোড হচ্ছে তা তদন্ত করিয়া জরুরী ভিত্তিতে উদঘাটন করিয়া ব্যবস্থা নেওয়ার দাবী করা হয়েছে।
রাজশহী বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ যশোর থেকে আসা ট্রাক চাল আরিফুল ইসলাম বলেন, ট্রাক চলাচল সূচীর অনুযায়ী ট্রাক লোড না দেওয়ার কারনে দীর্ঘ সময় অপেক্ষা করাসহ নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকি।
রাজশহী বিভাগীয় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির  সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, দীর্ঘ দিন থেকে এই সমস্যা নিয়ে একাধিকবার বলেও কোন সমাধান হয়নি। তাই তো এক রকম বাধ্য হয়ে এই প্রতিকার চেয়ে আবেদন করেছি।
এ বিষয়ে সান্তাহার সাইলো সুপার আশফেকুর রহমান বলেন, অভিযোগের বিষয় টি আমি অবগত হয়েছি। দ্রুত  সমস্যাটি সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

আওয়ামী লীগের মতো পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায় না- বগুড়ায় যুবদল সম্পাদক নয়ন

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *