
বগুড়া সংবাদ : সোনাতলা থানা পুলিশকে সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অপরাধে ১৩ জনের নাম উল্লেখ ও আরো ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামী করে গত সোমবার (১৪ এপ্রিল) থানার এসআই শাহ আলম বাদী হয়ে মামলা দায়ের করেন (মামলা নং ৭)। সোনাতলার হরিখালীহাটের পাশে হাঁসরাজ গ্রামে গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বালু বহনের ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে হাঁসরাজ গ্রামের মৃত আফছার আলীর ছেলে মিনহাজ উদ্দিন (৩৯) নামে এক পাগলের মৃত্যু হয়। এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের প্রতি ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা করে মৃত্যু ব্যক্তির স্বজনরা। ফলে সেখান থেকে ফিরে যায় পুলিশরা। এ সুযোগে তড়িঘড়ি করে লাশ দাফন করে ফেলেন স্থানীয়রা। মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলে থানার ওসি মিলাদুন নবী জানান