
বগুড়া সংবাদ: ক্রাফট ইন্সট্রাকটরদের (ল্যাব সহকারি) পদোন্নতি বাতিলসহ ৬ দফা দাবিতে বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে বিক্ষোভ সমাবেশ করেছে। তারা আজকের মধ্যে তাদের দাবি পূরণের আল্টিমেটাম দিয়ে বলেছেন, অন্যথায় ১৬ এপ্রিল থেকে সারাদেশের সকল পলিটেকনিক ইন্সটিউটে কঠোর কর্মসূচী পালন করা হবে।
ঘোষিত ৬ দফার মধ্যে রয়েছে- ক্রাফট ইন্সট্রাকটরদো জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুযোগ বাতিল, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি হতে পাশ করা শিক্ষার্থীদের সংরক্ষিত থাকা সত্তে¡ও সরকারি, রাষ্ট্রায়াত্ত্ ও স্বায়ত্ত¡শাসিত এবং স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগকৃতদো বিরুদ্ধে আইনউ ব্যবস্থা গ্রহণ, সকল শূন্য পদে দক্ষ শিক্ষক এবং ল্যাব সহকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং পলিটেকনিক এবং মনোটেকনিক ইন্সটিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্বদ্যালয় প্রতিষ্ঠা।
উল্লেখিত ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বেড়িয়ে পড়েন। দুপুর ১২টার দিকে তারা তিন কিলোমিটার দূরের শহরের জিরো পয়েন্ট সাতমাথায় এসে তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করেন। পরো তারা জিরো পয়েন্ট সংলগ্ন মুক্তমঞ্চের সামনে সমাবেশ করেন। পরে সেখানেই আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি’র ৭ম পর্বের শিক্ষার্থী মোঃ আল আরাফাত নীরব।