
বগুড়া সংবাদ : পহেলা বৈশাখ উপলক্ষে বগুড়ায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় আলতাফুন্নেছা খেলার মাঠে থেকে শুরু হয়ে র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেয়। র্যালীতে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ডে বাঙালি ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা হয়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রিয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর হেনা, জয়নাল আবেদীন চান, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদুন্নবী সালাম, কেএম খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন,
স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ. যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, কৃষকদল আহবায়ক এনামুল হক সুমন, সদস্য সচিব সাইফুল ইসলাম রনি, ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, মহিলা দল সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।