সর্বশেষ সংবাদ ::

মাদকের হাত থেকে রক্ষা পেতে খেলাধূলার বিকল্প নেই —সাবেক এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ :  কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনোযোগ দিতে হবে।
শুক্রবার বিকেলে বগুড়ার কাহালুর বাখরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নয়ন স্মৃতি স্মরণে ২য় বর্ষপূর্তী উপলক্ষে ফুটবল ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী আকন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মুরইল ইউ পি চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, সহ-সভাপতি আব্দুল হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, বাখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম শাহীন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম, সদস্য রফিকুল ইসলাম মুক্তার, ব্যবসায়ী রাবেল, বিএনপিনেতা বাদশা, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান তারেক, কাহালু উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন প্রমূখ।
বগুড়া মালগ্রাম মেঘদুত সংঘকে ট্রাইবেকারে ৪-২ গোলে হারিয়ে বগুড়া নিশিন্দারা আমবাগান ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গেšরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন রবিউল ইসলাম নিয়ন। তাকে সহযোগিতা করেন স্বনীল ও কাজল।

Check Also

বগুড়ায় পিতা-পুত্রের বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

  বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে পিতা-পুত্রের বিরুদ্ধে স্কুল অব দা হলি কুরআন নামের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *