সর্বশেষ সংবাদ ::

গাবতলীর বাগবাড়ীতে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা

বগুড়া সংবাদ : শুক্রবার বগুড়া গাবতলীর বাগবাড়ীতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের কৃষিবিদদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বাদজুম্মা জিয়া বাড়ীতে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ইলিয়াস পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং সাবেক ছাত্রনেতারা। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে গরীব অসহায়দের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সর্বশেষে স্থানীয় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ওই বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদদের মিলন মেলা ও আলু ঘাটির বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি সহকারী অধ্যাপক নজমুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম বজলু, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জাতীয়তাবাদীদল বিএনপির আদর্শের কৃষিবিদদের মধ্যে আব্বাস আলী, নুরুজ্জামান সজল, সোহেল রঞ্জন, বকুল, আরিফ, তারেক, টিটু, আরজু, পলাশ দাস, নাইম, শফিক, আশিক সহ বিএনপি ও অঙ্গদলের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

Check Also

সোনাতলা স্টেডিয়াম থেকে পিচ পোড়ানোর মালামাল অপসারণ

বগুড়া সংবাদ : সোনাতলা পৌর এলাকার কামারপাড়া রাস্তা-সহ বিভিন্ন রাস্তা মেরামতের জন্য পিচ পোড়ানোর স্থান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *