সর্বশেষ সংবাদ ::

বগুড়া সিটি করপোরেশন গঠন প্রক্রিয়া শুরু।। শনিবার গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

বগুড়া সংবাদ : বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে ১০ এপ্রিল  জারিকৃত একটি চিঠিতে বগুড়া জেলার গেজেটভুক্ত মৌজাভিত্তিক জনসংখ্যা তথ্য ও জরিপ মানচিত্র দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়, “বগুড়া পৌর এলাকা ও আশপাশের অঞ্চল নিয়ে সিটি করপোরেশন গঠনের লক্ষ্যে ‘সিটি করপোরেশন (প্রতিষ্ঠা) বিধিমালা, ২০২৩’ এর বিধি ৬ অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তাব প্রস্তুতের জন্য নির্ধারিত এলাকার অধিবাসীদের মতামত ও অন্যান্য তথ্যসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের অনুরোধ করা হলো।”

চিঠিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফিরোজ মাহমুদ।  বগুড়া পৌরসভার প্রশাসককে এ সংক্রান্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে জেলা প্রশাসকের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগে একটি প্রাথমিক প্রস্তাবনা পাঠানো হয়। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এলজিডি এই চিঠি জারি করেছে।

এ বিষয়ে বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানান, “আমরা ইতোমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি। শনিবার সংবাদপত্রে জনসাধারণের মতামত চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, স্থানীয় সুধীজন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করা হলে নাগরিক সেবা, অবকাঠামো এবং উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।

উল্লেখ্য, উত্তরাঞ্চলের অন্যতম প্রধান শহর বগুড়া দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের দাবিতে সরব ছিল। এই চিঠি সেই দাবির বাস্তবায়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Check Also

বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *