
বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলার কাহালু সদর ইউনিয়নের নশিরপাড়ার সমিতির পিননিকের রান্না বান্না করার সময় গত শুক্রবার রাত ১১টায় ২টি ধারালো হাসুয়া ও ১টি বার্মিজ চাকু সহ বিপুল হাসান (১৯) ও ওবাইদুল ইসলাম (১৯)কে হাতে নাতে আটক করেন অত্র গ্রামের লোকজন।
বিপুল হাসান কাহালু সদর ইউনিয়নের জয়তুল গ্রামের বেলাল হোসেনের পুত্র ও ওবাইদুল ইসলাম নশিরপাড়া গ্রামের আব্দুল হাই এর পুত্র। পরে গ্রামের লোকজন পুলিশকে সংবাদ দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসেন। গ্রামবাসী জানান, তারা শাহীন মারার জন্য খুঁজছিল।
নশিরপাড়া গ্রামের মৃত ভোলা মন্ডলের পুত্র ছেলোমান আলী বাদী হয়ে কাহালু থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৩ তাং ০৫/০৪/২৫ইং।
কাহালু থানার সেকেন্ড অফিসার মাসুদ করিম মামলা বিষয় নিশ্চিত করেছেন।