
বগুড়া সংবাদ : ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের ঈদ পূনমিলনী (চড়ুইভাতি) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গত ২এপ্রিল বুধবার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মাঠে ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সভাপতি ইঞ্জিনিয়ার এফএম কামরুল হাসান মিলনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আইনুল হক জেমস এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক প্রফেসর ড. আমিনুজ্জামান রিপন, বিশেষ জেলা ও দায়রা জজ কবির উদ্দিন, পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক ড. আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত নৌবাহিনী কমান্ডার মানোয়ার করিম তালুকদার, উপদেষ্টা ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মল্লিক, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি আব্দুস সালাম, সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী, বৃটিশ সিকিউরিটি সার্ভিস এর পরিচালক তারিকুল ইসলাম রিপন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকির, ঢাকা জজকোর্টের এপিপি এ্যাডভোকেট সাইফুর রহমান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার রফিকুল ইসলাম, সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কবির উদ্দিন, ইঞ্জিনিয়ার জুয়েল, লেখক ও কলামিস্ট আনোয়ার হোসেন পাশা, পুলিশের এসআই মেহেরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ। দুপচাঁচিয়ার যারা ঢাকা শহরের বসবাস করে তাদের নিয়ে এ ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবার গঠন করা হয়। এদিন গ্রামীণ ঐতিহ্যবাহী সংগীত, গোল্লাছুট, বল পাসিং ও বউচি খেলা অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানে আগত সবাইকে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার আলু ঘাঁটি কলা পাতায় খাওয়ানো হয়।