
বগুড়া সংবাদ : বগুড়ায় পরিত্যক্ত হ্যাচারির পুকুর থেকে একটি মরিচা ধরা সর্টগান উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে শহরের হাড্ডিপট্টি এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন। জানা গেছে, হাড্ডিপট্টি এলাকায় পরিত্যক্ত পুকুরে ছোট্ট তিন শিশু মাছ মারতে যায়। সেখানে যেয়ে অস্ত্র দেখে আশপাশের লোকজনকে জানায়। পরে পুলিশ সংবাদ পেয়ে অস্ত্রটি উদ্ধার করে।সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন জানান, একটি পরিত্যক্ত সর্টগান উদ্ধার করা হয়েছে। অস্ত্রের গায়ে কোন লেখা বোঝা যাচ্ছে না। এটি আমাদের পুলিশের ব্যবহৃত নাকি অবৈধ অস্ত্র তা পরীক্ষার পর জানা যাবে।