সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে সততা ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের সততা ক্লাবের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ব্যান্ড শো ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মালশন গ্রামে সততা ক্লাবের সভাপতি জেমস্ হাসানের সভাপতিত্বে ও সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন, সান্তাহার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাগর খান, শহর প্রেস ক্লাবের
সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, আব্দুস ছামাদ, প্রচার সম্পাদক তুহিন ইসলাম, পৌর যুবদলের দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবদল নেতা সিদ্দিকুর রহমান তুফান, মানিক হোসেন, আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রদলের নেতা ইয়াশ হোসেন আকাশ, ফাহমিদ বিন রফিক, সাফাইত হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু। পরে ব্যান্ড শো ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

Check Also

রাণীনগরের সাংবাদিক মালেকের মায়ের ইন্তেকাল

  বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের আলোর সাংবাদিক মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *