
বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় ইসলামী ছাত্র শিবির’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে স্থানীয় ফাতেমা কল্যাণ ট্রাষ্ট কার্যালয়ে বাংলাদেশ ছাত্র শিবির সোনাতলা উপজেলা কমিটির সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা আমীর সহকারী অধ্যাপক মোঃ ফজলুল করিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল,অধ্যক্ষ মাও.নূরুল ইসলাম,সেক্রেটারী মোঃ রবিউল ইসলাম,সহ-সেক্রেটারী অ্যাড.দলিলুর রহমান,সাবেক ছাত্র শিবির নেতা জালাল উদ্দিন, আব্দুর রহিম,শাহাদৎজামান স্বপন,খায়রুল ইসলাম,তারেক রহমান,ইমরান সজিব ও আসাদ-সহ অনেকে। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকার জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতা-কর্মিরা।