সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় পৃথক মারপিট ঘটনায় ১০ জন আহত

বগুড়া সংবাদ : সোনাতলায় পৃথক তিন এলাকায় মারপিট ঘটনায় ১০ জন আহত হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার তেকানী চুকাই নগর ইউনিয়নের যমুনা নদী এলাকার চর খাবুলিয়া গ্রামের ছারোয়ার হোসেনের গরু প্রতিবেশি জাহাঙ্গীরের জমির ক্ষেত খায়। এ নিয়ে গরুর মালিক ও ক্ষেতের মালিকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছারোয়ার হোসেন ও ছেলে সুলতান মিয়া লাঠিসোটা দিয়ে জাহাঙ্গীরের ভাই তছলিম আকন্দ (৭২), স্ত্রী ফেলি বেগম (৬৮) ও চাচাতো ভাই জয়নাল উদ্দিনকে (৭০) পিটিয়ে আহত করে। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বাদ জুমা পৌর এলাকার চমরগাছা গ্রামে জামে মসজিদের খতিব জাকিরুল ইসলাম ও পেশ ইমাম আবুল কালাম-এর তারাবির নামাজ ও ওয়াক্ত নামাজের বেতনের টাকা কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে রুহুল আমিনের ছেলে রাকিব ((২০), রিয়ন (১৮),মফিরুল ইসলামের ছেলে পেশ ইমাম আবুল কালাম ((২৫) ও আবু তালেবের ছেলে মোঃ জিহাদ (১৭) আহত হয়। এদের মধ্যে জিহাদকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহতরা সোনাতলা উপজেলা কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদেরকে আহত করেছে সাদিক.আশরাফ আলী ও শানুসহ অন্যরা। এদিকে জোড়গাছা ইউনিয়নের বাউয়াইটোনা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঠান্ডা মিয়া দা দিয়ে কুপিয়ে ভাতিজা এরশাদ হোসেন লাবলু (৪৫) ও ভাতিজি সুলতানা বেগমকে (৪২) গুরুতর আহত করেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ওইদিন উত্তর করমজা গ্রামে সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে ভাতিজা রায়হান ও ভাবী শ্যামলী বেগমের মারপিটে আহত হয়েছে ছানারুল ইসলাম (৩৮)। তিনিও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

Check Also

আওয়ামী লীগের মতো পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায় না- বগুড়ায় যুবদল সম্পাদক নয়ন

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *