সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় রাজাপুর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শুক্রবার বিকেলে বগুড়া সদরের জোড়গাছা হাট ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ইউনিয়ন আমীর মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেক্রেটারী সেক্রেটারী মাওলানা শহীদুল ইসলামে পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, শহর মানব সম্পদ সম্পাদক সেলিম রেজা, হারুন উর রশিদ, শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, ১৯নং ওয়ার্ড আমীর ও সাবেক কাউন্সিলর ওসমান গণি, রুহুল আমিন বাকী, টিবিএইচ মোস্তাকিম, মেহেদি হাসান সুমন প্রমুখ। মাহফিলে প্রধান অতিথি বলেন মানবতার কল্যাণের জন্য মহান আল্লাহ আমাদের কুরআন দিয়েছেন। বৈষম্য মুক্ত সমাজ গঠনে দরকার কুরআনের আইন। মাহফিলে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
ক্যাপশন:
শুক্রবার বিকেলে বগুড়া সদরের জোড়গাছা হাট ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

Check Also

আওয়ামী লীগের মতো পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায় না- বগুড়ায় যুবদল সম্পাদক নয়ন

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *