বগুড়া সংবাদ : বগুড়ায় নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটির আয়োজনে অসহায় মানুষেদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
২৮ মার্চ শুক্রবার বিকালে বগুড়া শহরের কালিতলা হাটে প্রায় ৩০ জন অসহায় মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী পেয়ে অসহায় পরিবারগুলোর চোখে মুখে হাসি ফুটে উঠে। অসহায় মানুগুলো উপহার সামগ্রী পেয়ে নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটির সদস্যদের জন্য দোয়া করেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিলো প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, তেল, সেমাই, চিনি, লবন, পেয়াজ, মরিচ, আলু।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় যুব কাউন্সিলর ও গ্যালাক্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা: মামুনুর রশিদ, বগুড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক কান্তা চৌধুরী, মথুরা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জাহিদুর রহমান জাহিদ, নারী উদ্যোক্তা ও অদম্য নারী ২০২৫ পুরস্কারপ্রাপ্ত আফসানা নিরা, উত্তর করমজা যুব উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাহেব জাহানুল হক আপেল, নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শারমিন সুলতানা শাওন, সাংগঠনিক সম্পাদক মাইমুনা আক্তার রিমকি, সদস্য জিনিয়া আফরোজ এমি, পাতা আক্তার, রুনা আক্তার, জান্নাতুল, আয়েশা আক্তার প্রমুখ।
সংগঠনের সভাপতি শারমিন সুলতানা শাওন জানান, মানুষ মানুষের জন্য। সমাজের সকলেরই সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকা। আমরা আমাদের নিজেদের সামর্থ অনুযায়ী চেষ্টা করেছি অসহায় মানুষদের পাশে থাকার। এতে অন্যান্যরাও যেন উৎসাহিত হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
