সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ার তালোড়ায় অসহায় ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ

বগুড়া সংবাদ : ইখওয়ান ইয়ুথ সোসাইটির আয়োজনে ও দুপচাঁচিয়ার গুনাহার ইউপি চেয়ারম্যান এর সার্বিক ব্যবস্থাপনায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ করা হয়েছে। গত ২২মার্চ শনিবার সকালে উপজেলার তালোড়া আদর্শ কেজি স্কুল এন্ড নি¤œ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসাবে এ নলকূপ বিতরণ করেন গুনাহার ইউপি চেয়ারম্যান ও বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের। এসময় তালোড়া পৌর জামায়াত ইসলামীর আমীর আব্দুল হাই বাবু, সেক্রেটারী মোখলেছার রহমান, গুনাহার ইউনিয়ন জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক খান লিটন, জামায়াত নেতা আলহাজ্ব আব্দুস সাত্তার, শরিফুল ইসলাম, নূর ইসলাম, রাহেল উদ্দিন, উপজেলা জামায়াত যুব বিভাগের প্রচার সম্পাদক মোহাম্মাদ হোসাইন, তালোড়া পৌর জামায়াত যুব বিভাগের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ আমিনুর ইসলাম প্রমুখ। এদিন তালোড়া পৌর ও ইউনিয়নের ৩০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে নলকূপ সহ নলকূপ বসানোর বালি, ইট ও সিমেন্ট বিতরণ করা হয়।

Check Also

খালদা জিয়ার সু¯তা কামনায় দুপচাঁচিয়ায় উপজলা সিএনজি মালিক সমিতির দায়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বিএনপির চয়ারপার্সন ও সাবক প্রধানম¿ী দশনত্রী বগম খালদা জিয়ার দ্রæত রাগমুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *