সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ফিলিস্তিনের পক্ষে এবং গাঁজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

বগুড়া সংবাদ :ফিলিস্তিনে অব্যাহত গণহত্যা ও অবৈধ দখলদারিত্বের প্রতি ধিক্কার  জানিয়ে আজ বিকাল ৪ টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলার ” বিক্ষোভ  সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নুর  সভাপতিত্বে এবং যুব ইউনিয়ন বগুড়ার সহসভাপতি মামুনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ  সমাবেশে বক্তব্য উদীচী বগুড়ার সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব , যুব ইউনিয়ন বগুড়র সাবেক সাধারণ সম্পাদক শাহনিয়াজ কবির খান পাপ্পু, সভাপতি ফারহানা আক্তার শাপলা, সহ সভাপতি অখিল পাল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সভাপতি বায়েজিদ রহমান, সাংগঠনিক সম্পাদক আফ্রীক হাসান প্রান্ত প্রমুখ।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়ার সহসভাপতি ফিরোজ আকতার পলাশ।
সমাবেশে বক্তারা বলেন, ” ফিলিস্তিনের জনগণ আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে। ৭৫ বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনে জাতিগত নিধন, গণহারে হত্যা, অবিচার, দমনপীড়ন, উপনিবেশ স্থাপন ও দখলদারি চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি ফিলিস্তিনের গাজায় নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। দীর্ঘ ১৭ মাসে প্রায় ৪৯ হাজার মানুষ হত্যা করেছে, যার মধ্যে ১৮ হাজার শিশু। এ হামলায় আহত হয়েছে প্রায় ১ লক্ষ ১৩ হাজারের বেশি  মানুষ। এবং যুদ্ধ বিরতির আইন ভঙ্গ করে গত মঙ্গলবার ভোর হতে পূনরায় হামলা চালিয়ে ১ হাজারের অধিক মানুষকে হত্যা করে। বেসামরিক লোকজনও এ হামলা থেকে রক্ষা পাচ্ছে না। এমনকি হাসপাতাল, স্কুল-কলেজ, মসজিদ, আশ্রয়কেন্দ্র  গির্জাসহ জনসাধারণের বসতবাড়ি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এমন কি গাজায় ত্রাণবাহী গাড়ির প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।”
আমরা অবিলম্বে ফিলিস্তিনে এই হামলা বন্ধের দাবি জানাচ্ছি। একই সাথে গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাকগুলোকে ঢুকতে দেয়ার দাবি জানাচ্ছি। এ বিক্ষোভ সমাবেশ হতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের প্রতি ধিক্কার জানানো হয় এবং ফিলিস্তিনে হামলা রোধে তাদের স্বাধীন আবাস ভুমি রক্ষায় বাংলাদেশ অন্তবর্তী সরকারকে জোরালো দাবি জানান।
বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের সকল মানুষ সহ  বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Check Also

২২ এপ্রিল বগুড়ায় ‘ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট’ শুরু

বগুড়া সংবাদ : বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ২২ এপ্রিল থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *