
বগুড়া সংবাদ :কুরআন নাযিলের মাস পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম শাখা। শািনবার শহীদ আনিছুর রহমান পাশা মিলনায়তনে বগুড়া জেলা পশ্চিম শাখার সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বিরের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফেজ আল ইমরানের সঞ্চালনায় সাধারন ছাত্রদের কুরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো: ফখরুল ইসলাম। অনুষ্ঠানে শতাধিক সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কুরআনের আলোকে জীবন গড়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
ক্যাপশন: শািনবার শহীদ আনিছুর রহমান পাশা মিলনায়তনে বগুড়া জেলা ছাত্রশিবির আয়োজিত কুরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো: ফখরুল ইসলাম।