সর্বশেষ সংবাদ ::

কাহালুতে আ.লীগনেতার মারপিটে স্বামী-স্ত্রী সহ ৩ জন গুরুত্বর আহত হাসপাতালে ভর্তি

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়নের যোগারপাড়া গ্রামে জায়গা নিয়ে দ্ব›েদ্ব আওয়ামীলীগনেতার নেতৃত্বে মারপিটে স্বামী-স্ত্রী সহ ৩ জন গুরুত্বর আহত হয়েছেন। আহতরা হলেন যোগারপাড়া গ্রামের সৈয়দ রুহুল হাসান জুমা (৬৫) তার স্ত্রী মাহমুদা ইয়াসমিন (৫০) ও সৈয়দ রুহুল হাসান জুমার পিতা সৈয়দ জয়নাল আবেদীন (৯০)। আহতদের মধ্যে গুরুতর সৈয়দ রুহুল হাসান জুমা ও তার স্ত্রী মাহমুদা ইয়াসমিনকে দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার যোগারপাড়া গ্রামের সৈয়দ জয়নাল আবেদীনের পুত্র সৈয়দ রুহুল হাসান জুমা গং এর সাথে একই গ্রামের বীরকেদার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলীর জায়গা নিয়ে দ্ব›েদ্ব আদালতে মামলা চলছে। শনিবার সকালে আশরাফ আলীর স্ত্রী উক্ত জায়গায় গাছের সজিনা পারতে গেলে সৈয়দ রুহুল হাসান জুমা নিষেধ করেন। এর জের ধরে আ.লীগনেতা আশরাফ আলী তার ছেলে উপজেলা যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক পলাশের নেতৃত্বে বহিরাগত ২৫/২৬ জন লোক নিয়ে প্রতিপক্ষের বাড়ীতে গিয়ে হামলা চালিয়ে তাদেরকে মারপিট করেন। এসময় তারা বাড়ীর দরজা-জানালা ভাংচুর করেন।
আহত সৈয়দ রুহুল হাসান জুমার ছোট ভাই সৈয়দ খিজির হায়াত মুসা জানান, আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালীন আশরাফ আলী আমাদের ২৯ শতক জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করেন তখন আমরা আদালতের মামলা দায়ের করি। আজ তারা লোকজন নিয়ে অতর্কিত ভাবে আমাদের উপর হামলা চালিয়েছে।
আ.লীগনেতা আশরাফ আলীর সাথে কথা বলা চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় আহত সৈয়দ রুহুল হাসান জুমার ছোট ভাই সৈয়দ খিজির হায়াত মুসা বাদী হয়ে গতকাল শনিবার বিকেলে কাহালু থানায় অভিযোগ দায়ের করেন।
কাহালু থানার ডিউটি অফিসার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Check Also

আওয়ামী লীগের মতো পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায় না- বগুড়ায় যুবদল সম্পাদক নয়ন

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *