
বগুড়া সংবাদ : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বগুড়ার আদমদীঘি উপজেলায় ২৭০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্বে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এসব প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার বেনজির আহমেদ, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিপ্তী রানী রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিহা তিলাত, সজল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, এনজিও প্রতিনিধি রাকিব খন্দকার ও ১৯টি ব্লকের কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।