রাণীনগর প্রেসক্লাবের ইফতার মাহফিল ও নবাগত চার কর্মকর্তাকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় রাণীনগর প্রেসক্লাব এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুনূর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
অনুষ্ঠানে রাণীনগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান ও থানার ইন্সপেক্টর (তদন্ত) মোসলেম উদ্দীনকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় প্রেসক্লাবের সকল সদস্য, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকায় ইফতার মাহফিল এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়

Check Also

İnternet kumarhaneler bonuslar ile: olasılıklar gelecekte sanal kumar

İnternet kumarhaneler bonuslar ile: olasılıklar gelecekte sanal kumar Sanayi kumar yoğun bir şekilde gelişmekte. 7 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *