
বগুড়া সংবাদ :বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া অনুর্ধ্ব-১৬ দলের অধিনায়ক শিহাব আহম্মেদকে সংবর্ধনা দিয়েছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার পক্ষ থেকে আজ (বৃহস্পতিবার) তাকে সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষ্যে বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির জননেতা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, জামায়াত নেতা নামিরুল হক জার্সিস, শফিকুল ইসলাম, জেলা ক্রিকেট কোচ রিফাত হাসান, সহকারি কোচ রাশেদ প্রমূখ। অনুষ্ঠানে প্রতিশ্রুতিশীল ক্রিকেটার শিহাবকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে আবিদুর রহমান সোহেল বলেন, জামায়াতে ইসলামী ক্রিকেট, ফুটবলসহ সবধরনের খেলাধুলার উন্নয়নে কাজ করছে। আমরা সবসময় বগুড়ার সম্ভাবনাময় খেলোয়াড়দের পাশে থাকবো।