
বগুড়া সংবাদ: ১৫নং ওয়ার্ডের আওতাধীন চারমাথা ফ্লাইওভার ব্রিজের পূর্ব পাশে শরিফ পাম্পের উত্তর পাশে মন্জু মটরসের সংলগ্ন
আজ বিকাল ৪ হাইওয়ে রোডের উপর
মোটরসাইকেল চালক -আশরাফুল আলম জাফর (৪২),পিতাঃঅজ্ঞাত,সাংঅজ্ঞাত, থানা ও জেলাঃ রাজশাহী,
সে বসুন্ধরা গ্রুপের মার্কেটিং চাকুরি করেন বগুড়া জোনে। ভিকটিম মটরসাইকেল যাহার রেজিঃ নং বগুড়া হ-১৭-৫৪০৮,বাজাজ ১০০,যোগে চারমাথা হতে তিনমাথা যাওয়ার সময়, পিছন হতে অজ্ঞাত মাল বোঝাই ট্রাক চাপা দিযে দ্রুত চলে যায়। ভিকটিম ঘটনাস্থলেই মূর্তুবরন করে। সংবাদ পেয়ে
কুন্দার হাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্হিত নন্দীগ্রাম কুন্ডালহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন,