সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত , আহত ১

বগুড়া সংবাদ : বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) রাত ৮ টার দিকে শহরের মালতিনগর খন্দকার পাড়ায় এঘটনা ঘটে।
বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ( এসআই) ফজলে এলাহী এতথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম পারভেজ  (২৫)। তিনি মালতিনগর নতুন পাড়ার রিয়াজুল ইসলামের ছেলে।পারভেজ পেশায় রাজমিস্ত্রীর সহকারি। গুরুতর আহত আতিকুল ইসলাম (২৪) একই এলাকার বাসিন্দা।
নিহত পারভেজের খালাতো ভাই মাসুদ রানা বলেন, একই এলাকার কিছু যুবকের সাথে রবিবার বিকেলে পারভেজের মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার ইফতারের পর ওই যুবকরা পারভেজকে বাড়ি থেকে ডেকে আনে। এসময় আতিকুল পারভেজের সাথে ছিলেন। মালতিনগর খন্দকার পাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনে নির্জন স্থানে তাদের মধ্যে আবারো মারামারির ঘটনা ঘটে। এক পর্যায় পারভেজ ও আতিকুল দৌড় দিল তাদের পিছু ধাওয়া করে উপুর্যপরি ছুরিকাঘাত করে। তারা দুইজনই গলি পথের মধ্যে অনেক সময় পড়ে থাকে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত অবস্থায় আতিকুল চিকিৎসাধীন রয়েছেন।
এসআই ফজলে এলাহী বলেন, প্রাথমিক ভাবে জানাগেছে স্থানীয় কিশোর গ্যাং এর দুইরগ্রুপের মধ্যে আভ্যন্তরিন বিরোধকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে। জড়িত কয়েকজনের নাম জানাগেছে।

Check Also

ধুনটে আদম ব্যবসায়ীর প্রতারণায় নিঃস্ব পরিবার, ক্ষতিপূরণ আদায়ে অনশন

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনট উপজেলার পাকুড়ীহাটা গ্রামের আদম ব্যবসায়ী সোহান মিয়ার (২৮) প্রতারণার ফাঁদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *