
বগুড়া সংবাদ: বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সোমবার (৩ মার্চ) ভোর রাতে ধুনট সদর ইউনিয়নের রতœীপাড়া গ্রামের চিকাশী-ধুনট সড়ক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- গাইবান্ধা জেলার সদর উপজেলার কিসমত মালীবাড়ী কাবলীবাজার এলাকার মৃত আব্দুস সামাদ সরকারের ছেলে গাঁজা ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪০) ও বারুইপাড়া গ্রামের মৃত আবুল আজিজ ব্যাপারীর ছেলে সিএনজি চালক ওয়াদুদ মিয়া (৪৬)।
থানাসূত্রে জানাযায়, চিকাশী থেকে ধুনট গামী একটি সিএনজি কারে গাঁজা পরিবহন করছে। এমন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই হায়দার আলী, এএসআই সেলিম শেখ ও এএসআই আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে বগুড়ার আদালতে সোপদ করা হয়েছে।