
বগুড়া সংবাদ : ‘তোমার আমার বাংলাদেশে,ভোট দিবো মিলেমিশে’- এই প্রতিপাদ্যে রোববার (২ মার্চ) সোনাতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বেলা ১২টায় ৭ম জাতীয় ভোটার দিবস উদ্যাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক র্যালিতে নেতৃত্ব দেন ও আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন। তিনি বলেছেন, নতুন ভোটার তালিকার যে প্রনয়ণ কাজ তা আমরা ইতোমধ্যে উদ্বোধন করেছি। উপজেলা নিবাচন অফিসারের ততা¡বধানে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা,ছবি তোলা ও যাচাই-বাছাইয়ের কাজ-সহ অন্যন্য কাজ সুষ্ঠুভাবে করা হচ্ছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন ও উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ রুহুল আমিন,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ সাজু আহম্মেদ,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা বেগম,সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আল-আমিন,বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতির উপজেলা সভাপতি সলিম উদ্দিন মাস্টার, পাকুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ মহিদুল ইসলাম,সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু,বর্তমান সভাপতি শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম ও বিভিন্ন দপ্তরের কমচারীসহ অনেকে।