সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে সাংবাদিককে হত্যার চেষ্টা মামলায় ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘির সাংবাদিক মিহির কুমার সরকার কে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা সংক্রান্ত মামলায় দুই সহোদর ভাইসহ ৫ জনকে অভিযুক্ত আসামী করে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে। মামলা তদন্ত ও ডাক্তারী সনদপত্রের ভিক্তিতে ঘটনার প্রাথমিক ভাবে সত্যতা পাওয়ায় মামলার তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে এই চার্জশীট দাখিল করেন।

চার্জশীটে অভিযুক্ত আসামীরা হলো, আদমদীঘির চড়কতলার মৃত নিবারন সরকারের ছেলে বিভাষ চন্দ্র সরকার (৬০) তার ভাই বিকাশ চন্দ্র সরকার (৫৭), গোলক চন্দ্র সিংহের ছেলে সুভাষ চন্দ্র সিং (মন্টু) (৫৩), কমল চন্দ্র মজুমদারের ছেলে নতুন মজুমদার (২৫) ও বিকাশ চন্দ্রের স্ত্রী শ্রীমতি বাসকি রানী সরকার (৪০)।
মামলা সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার চড়কতলা মাঝিপাড়া গ্রামের সাংবাদিক মিহির সরকার ও বিভাষ সরকারদের মধ্যে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২০২৪ সালের ২৬ নভেম্বর দুপুরে বিবাদমান জমিতে মিহির সরকার ট্রাক্টরের মাধ্যমে হালচাষ করার সময় আসামীরা দলবদ্ধ ভাবে লাঠি, হাতুরি ও ধারালো অস্ত্র নিয়ে হালচাষে বাঁধা সৃষ্ঠি করে। এ সময় মিহির সরকার আসামীদের বাঁধা দিতে নিষেধ করায় বাকবিতন্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আসামী বিভাষ চন্দ্র সরকার অপর আসামীদের সহযোগিতায় মিহির সরকারকে হত্যার উদ্দেশ্যে তার মাথা ও শরীরে হাতুরি ও লাঠি দিয়ে বেদম মারপিটে মারাত্মক জখম করে। এতে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তার স্ত্রী মামলার বাদিনী তাপসি রানী সরকার স্বামীকে উদ্ধার করতে এগিয়ে এলে আসামীরা তাকেও মারপিটে আহত করে। আহত সাংবাদিক মিহির সরকারকে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া হেলথ সিটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আহত সাংবাদিক মিহির সরকারের স্ত্রী তাপসি রানী বাদি হয়ে মামলা দায়ের করেন।
এ বিষয়ে  মামলার তদন্তকারি থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম ৫ জনকে অভিযুক্ত আসামী করে আদালতে চার্জশীট দাখিলের বিষয় নিশ্চিত করেন।

Check Also

রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের আয়োজনে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *