বগুড়ায় নন্দন শিল্পি গোষ্ঠীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

বগুড়া সংবাদ : বগুড়ায়  নন্দন শিল্পী গোষ্ঠীর ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় শহরের চকলোকমান উল্কা সাংস্কৃতিক সংঘ খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্বোধক বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু ওবাইদুল হাসান ববি। নন্দন শিল্পী গোষ্ঠীর সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ৩১ বছর ধরে সংগঠনটি সুনামের সাথে নাকটসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে আসছে। বিভিন্ন সময়ে স্বাধীনতার ইতিহাসসহ সমাজে ঘটে যাওয়া বাস্তব চিত্র তুলে ধরেছে এই সংগঠনটি। সমাজ জীবনে নাটক অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আসুন আমরা সবাই বেশি বেশি করে নাটক দেখি সমাজ এবং রাষ্ট্রকে ভালো রাখি। সংগঠনের সাধারণ সম্পাদক রনজু ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক সুমন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, ১০, ১১, ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. শাহিনুর বেগম শানু, নন্দন শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা মো. সোহরাব হোসেন খান, যমুনা নিউজ বিডি ডট কম এর সম্পাদক মমিনুর রশীদ শাইন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম এর উপস্থাপনায় অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন নন্দন শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা ডাঃ আব্দুল মোমিন রতন। এসময় উপস্থিত ছিলেন নন্দন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা খলিলুর রহমান চৌধুরী, আবেদ আলী, আজিজার রহমান দুলাল, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আমিনুল হক আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক সুচন্দন সরকার চন্দন, সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব চন্দ্র ঘোষ, প্রচার সম্পাদক মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক রমজান আলী খোকা, কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, কার্যনির্বাহী সদস্য সিদ্দিক হোসেন, আব্দুস সালাম, হাসান আলী, নুরুল ইসলাম নুরুসহ প্রমুখ। আলোচনা সভা শেষে নাটক অনুসন্ধান মঞ্চায়ন করা হয়। এর আগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *