বগুড়া সংবাদ : মঙ্গলবার রাত ০১.৩০ ঘটিকা বগুড়া জেলার সদর থানাধীন ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০ (বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামী ১। বিমল চন্দ্র রায় (২১), পিতা-যতিন্দ্র নাথ রায়, মাতা- রংবালা, সাং-বড় কমলাবাড়ী, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করা হয়। যার অবৈধ বাজার মূল্যআনুমানিক ৬০,০০০/-(ষাট হাজার) টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ছানোয়ার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) আবু হানিফা, এএসআই(নিঃ) মোঃ মজিবর রহমান, এএসআই(নিঃ) মোঃ আব্দুল লতিফ, কং/মোঃ শামীম ইকবাল, কং/পারভেজ হোসেন, কং/মোঃ শামীম হোসেন, কং/মোঃ ইবনে খালিদ এবং কং/মোঃ আব্দুল্লাহ শেখ এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Check Also
রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি
বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …