
বগুড়া সংবাদ : বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্ণামেন্টে বগুড়া অনুর্ধ্ব-১৬ দল রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা সিরাজগঞ্জ জেলা দলকে ৯২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। টসে জিতে সিরাজগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৬ দল বগুড়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। সিরাজগঞ্জের নিয়ন্ত্রিত বোলিংয়ে বগুড়া দল ৪৫ দশমিক ৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক শিহাব আহম্মেদ সর্বোচ্চ ৪৩ রান করে। এছাড়া তাহমিদ করিম ৩১, গোলাম রসুল ১৯ এবং তুষার আহম্মেদ করে ১৩ রান। সিরাজগঞ্জের আরিফ হাসনাত ৪টি, জাহিদ ৩টি উইকেট লাভ করে। জবাবে বগুড়া দলের ক্ষুরধার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সিরাজগঞ্জ। ২২ দশমিক ৪ ওভারে মাত্র ৫২ রানেই গুটিয়ে যায় তারা। বগুড়া জয় পায় ৯২ রানের। দলের হয়ে আরিফ জাইদী সর্বোচ্চ ১২ রান করে। এছাড়া আর কেউ দুই অংকের রান করতে পারেনি। বগুড়ার অধিনায়ক শিহাব আহম্মেদ ব্যাটিংয়ের পর বল হাতেও ঝলসে ওঠে। একাই প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামায়। ৪৫ দশমিক ৪ ওভার বল করে ২টি মেডেন সহ মাত্র ১৬ রান দিয়ে ৬টি উইকেট শিকার করে শিহাব। এছাড়া সামস তৌফিক ২টি এবং গোলাম রসুল ও সিয়াম ১টি করে উইকেট লাভ করে। অলরাউন্ড নৈপূন্যের জন্য বগুড়া জেলা দলের অধিনায়ক শিহাব ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার জিতে নেয়। স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর উপ-পরিচালক জাকিউল ইসলাম ম্যাচ শেষে পুরস্কার বিতরন করেন। এসময় রাজশাহী জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার, রাজশাহী বিভাগীয় কোচ শাহনেওয়াজ শানু, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহŸায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মোস্তফা মোঘল, বগুড়া জেলা দলের কোচ রিফাত হাসান, সহকারি কোচ রাশেদ, সিরাজগঞ্জ দলের কোচসহ উভয় দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এদিকে, জেলা প্রশাসক হোসনা আফরোজা বুধবার রাতেই বগুড়ার চ্যাম্পিয়ন দলের সদস্যদের সংবর্ধনা দিয়েছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদ হোসেন, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহŸায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মোস্তফা মোঘলসহ দলের কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।