বগুড়া সংবাদ : বগুড়ায় ট্রাক চাপায় এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ২১নং ওয়ার্ডের ২য় বাইপাস সড়কের শেখপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. ইব্রাহিম(২৭)৷ তিনি শেখপাড়া মধ্যপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ।
পুলিশের এই কর্মকর্তা বলেন, কাজের জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হন ইব্রাহিম। পথিমধ্যে শেখ পাড়া এলাকায় ২য় বাইপাসে উঠলে পিছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহিমকে চাপা দেয়।এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
