বগুড়া সংবাদ : ধর্ষণসহ হাফ ডজন মামলার আসামি বগুড়া জেলা যুব শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা বিভাগ। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের বাদুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম শাহিনুর রহমান ওরফে ঝটিকা শাহিন(৫২)। তিনি শহরের কাটনার পাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইন্সপেক্টর রাকিব হোসেন।
ডিবির এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুব শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে ধর্ষণসহ আগের তিনটি মামলাসহ ভাঙচুর, নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিষ্ফোরণের একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার শাহিনকে আদালতে পাঠানো হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
