বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে জেলার শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
রোববার সন্ধ্যায় থানায় গিয়ে বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন ও মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আল ফাহাদ, সদস্য জুথি আক্তার, আরমান হোসেন প্রমূখ।
জানা যায়, গত ১১ ফেব্রয়ারি মার্সিক সভায় বগুড়া পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম) তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসাবে আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসাবে উপ-পরিদর্শক আমিরুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
