
বগুড়া সংবাদ :রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে নাগরিক ঐক্য’র অঙ্গ সংগঠন যুব নাগরিক ঐক্য থেকে শতাধিক নেতাকর্মী শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছে। শনিবার রাত সাড়ে সাতটায় শিবগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যোগদান অনুষ্ঠানে শিবগঞ্জ পৌর যুব নাগরিক ঐক্য নেতা লিমন প্রামানিকের নেতৃত্ব প্রায় শতাধিক নেতা কর্মী বিএনপিতে যোগদান করে। এসময় লিমন বলেন, আমি পূর্বে নাগরিক ঐক্য’র রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি কোন চাপে না, আমার পরিবারের সকলেই বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত। আমি সম্পূর্ণ নিজ ইচ্ছায় শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। যোগদান অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম দলের নব যোগদানকৃত নেতা কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয়।