
বগুড়া সংবাদ : সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের পদ্মপাড়া গ্রামে একটি পক্ষ শত্রæতামূলক প্রতিবেশির একব্যক্তির টিনের বাউন্ডারী ভাংচুর,লুটপাট ও বিভিন্ন গাছপালার ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মোঃ এরফান আলী মন্ডলের ছেলে মোঃ আবু রেজা রায়হান গত রোববার সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন। তিনি অভিযেগে উল্লেখ করেন যে,উপজেলার পাকুল্লা ইউনিয়নের পদ্মপাড়া গ্রামে নিজ মালিকানাধীন জায়গায় অপরব্যক্তি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ গ্রহণের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য গত ১৬ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ বা আবেদন করি। ওই অভিযোগের ভিত্তিতে গত ২০ জানুয়ারি দৈনিক সাতমাথা পত্রিকায় ‘সোনাতলায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে বিদ্যুৎ সংযোগ নেয়া ব্যক্তি ক্ষিপ্ত হয়ে গত ২৯ জানুয়ারি দুপুর ১২টার দিকে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় প্রতিবেশি মৃত ছাদেক আলী মোল্লার ছেলে জাবদুল, ওবদুল, মেহেদুল এবং মৃত আহাদ আলীর ছেলে আব্দুল আলিম ও আব্দুল হালিম-সহ অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১৫ জন অবৈধভাবে আমাদের নিজ মালিকানাধীন জায়গায় এসে ১২০ ফুট টিনের বাউন্ডারী ভাংচুর,লুটপাট ও বিভিন্ন গাছপালার ক্ষয়ক্ষতি করেছে। এতে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মোঃ আবু রেজা রায়হান গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ লিখিত অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক অভিযোগের বিষয়টি নিশ্চিত হয়েছেন।