
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া ধাপসুলতানগঞ্জ পৌর হাট বণিক সমিতির আয়োজনে নারী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ফেব্রæয়ারি শনিবার বিকালে ধাপসুলতানগঞ্জ নিমতলা এলাকার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক। বরণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন। সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, ইউপি সদস্য ইউসুফ আলী, ধাপসুলতানগঞ্জ পৌর হাট বণিক সমিতির ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মামুনুর রশিদ, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। খেলায় খাগড়াছড়ি জেলা মহিলা দল ও জয়পুরহাট জেলা মহিলাদল অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন মাহফুজা আহাদ। তাকে সহযোগিতা লতা পারভীন ও সোনিয়া আক্তার। ধারাভাষ্য প্রদান করেন মজনু।